বিএনএ, ঢাকা: রাজধানীর কমলাপুরে একটি হোটেল থেকে পুলিশ সদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরে পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (৫ জানুয়ারি) সিটি প্যালেস ইন্টারন্যাশনাল নামের হোটেল থেকে ওই নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত গৃহবধূর নাম মেহনাজ জেরিন নিপা (২৪)। তার বাবার বাড়ি কুমিল্লার ব্রাক্ষ্মণপাড়ার দাশিয়া গ্রামে। নিপার স্বামীর নাম জাহিদুল ইসলাম রুবেল। তিনি পুলিশের বিশেষ শাখার (এসবি) কনস্টেবল পদে চাকরি করেন। ১ জানুয়ারি তাদের পারিবারিকভাবে বিয়ে হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় ভেতর থেকে রুমের দরজা বন্ধ করা ছিল। গত ৩ জানুয়ারি ওই রুমটি ভাড়া নেয় নীপার স্বামী।
এ ঘটনায় স্বামী পুলিশ সদস্য জাহিদুল ইসলাম রুবেলের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়।
হোটেল সূত্র বলছে, গত ৩ জানুয়ারি তারিখে স্বামী-স্ত্রী পরিচয়ে ২ জন হোটেলের ওই রুমটি ভাড়া নেয়। এরপর স্বামী অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলে হোটেল থেকে চলে যায়। এসময় ওই তরুণী হোটেলে একাই ছিল। মঙ্গলবার সকালে কোনো সাড়াশব্দ না পাওয়ায় খবর পেয়ে পুলিশ এসে রুমের দরজা ভেঙে লাশ উদ্ধার করে। মরদেহ উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজের মর্গে নিয়ে যায় পুলিশ।
বিএনএ/এমএইচ