17 C
আবহাওয়া
১১:৪৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » ভারতে তৈরি ভ্যাকসিন ‘কয়েক সপ্তাহের মধ্যেই’ রপ্তানি

ভারতে তৈরি ভ্যাকসিন ‘কয়েক সপ্তাহের মধ্যেই’ রপ্তানি

ভারতে করোনার টিকা প্রয়োগ শুরু আজ

বিএনএ, বিশ্ব ডেস্ক : ভারতে তৈরি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার ভ্যাকসিন ‘কয়েক সপ্তাহের মধ্যে’ রপ্তানি শুরু করবে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা মঙ্গলবার (৫ জানুয়ারি) রাতে বিবিসিকে দেয়া এক প্রতিবেদনে এ কথা জানানো হয়। সেই কর্মকর্তা বলেছেন, প্রতিবেশী দেশগুলোকে ভ্যাকসিন দেওয়ার যে প্রতিশ্রুতি তাদের সরকার দিয়ে আসছিল, তা এখনও অটুট রয়েছে।

তিনি বলেছেন, ভারতে ভ্যাকসিন দেওয়া শুরু হলেই ১৫ দিনের মধ্যে দক্ষিণ এশিয়ায় আমাদের প্রতিবেশী কয়েকটি দেশে রপ্তানির অনুমতি দেওয়া হবে। এর মধ্যে কিছু টিকা আমরা উপহার হিসেবে দেব। বাকি টিকা রপ্তানি করা হবে আমাদের সরকার যে দামে টিকা কিনবে, মোটামুটি সেই দামেই।

আদার পুনাওয়ালার জানান, বাংলাদেশের কাছে ভ্যাকসিন রপ্তানি করতে কোনরকম বাধা থাকছে না, কারণ বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন যে ভারত থেকে কোভিড ভ্যাকসিন আনার ব্যবস্থাটি বেসরকারি প্রতিষ্ঠান বেক্সিমকো করলেও টিকাদান কর্মসূচির অর্থায়ন ও পরিচালনা সরকারই করবে।

সিরাম ইনস্টিটিউট বিবিসিকে জানিয়েছে, চুক্তি অনুযায়ী বাংলাদেশ, সৌদি আরব ও মরক্কোয় তারা টিকা পাঠানোর কাজ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই করতে পারবে বলে আশা করছে।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ