17 C
আবহাওয়া
৫:৩৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » ডেঙ্গু: আরও মৃত্যু ৫, হাসপাতালে ভর্তি ৬৬৯

ডেঙ্গু: আরও মৃত্যু ৫, হাসপাতালে ভর্তি ৬৬৯

ডেঙ্গু আরও মৃত্যু ৫, হাসপাতালে ভর্তি ৬৬৯

বিএনএ, ঢাকা: ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন ঢাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে সারা দেশে এক হাজার ৬৩৯ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬৯ রোগী। তাদের মধ্যে ৫৪৫ জনই ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৬৮৬ জন।

সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে তিন লাখ ১৫ হাজার ৫৭ জন। বছরের একই সময়ে আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে তিন লাখ ১০ হাজার ৭৫১ জন।

আরও পড়ুন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: সংক্ষুব্ধদের আপিল আবেদন শুরু

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে দুই হাজার ৬৬৭ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ৭৫৬ রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ