24 C
আবহাওয়া
৫:২৯ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » টাঙ্গাইল জেলা ছাত্রলীগের নেতৃত্বে সোহান-ইলিয়াস

টাঙ্গাইল জেলা ছাত্রলীগের নেতৃত্বে সোহান-ইলিয়াস

টাঙ্গাইল জেলা ছাত্রলীগের নেতৃত্বে সোহান-ইলিয়াস

বিএনএ, টাঙ্গাইল: দীর্ঘ প্রায় এক যুগ পর টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হলো। সোহানুর রহমান সোহানকে সভাপতি ও ইলিয়াসকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাফিউল আলম মুকুলকে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য করা হয়।

শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল সার্কিট হাউসে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এ কমিটির ঘোষণা করেন। এর আগে দুপুরে শহরের পৌর উদ্যানে জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় ছাত্রলীগের দলীয় প্যাডে সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ টাঙ্গাইল জেলা শাখার আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ