27 C
আবহাওয়া
৫:০০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রাম শহরের নগর পিতা নয়, সেবক হতে চাই : মেয়র

চট্টগ্রাম শহরের নগর পিতা নয়, সেবক হতে চাই : মেয়র

চট্টগ্রাম শহরের নগর পিতা নয়, সেবক হতে চাই : মেয়র

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আমি ৭০ লাখ মানুষের চট্টগ্রাম শহরের নগর পিতা নয়, নগর সেবক হতে চাই। শহরে সকল ধর্মের, জাতির, বর্ণের মানুষের পাশে থেকে নগর সেবক হিসেবে কাজ করে যেতে চাই। আমি সবার সহযোগিতা চাই।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকা থেকে ট্রেনে করে চট্টগ্রাম আসার পর নগরের পুরাতন রেল স্টেশন চত্বরে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডা. শাহাদাত বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর কমিটির সাবেক সভাপতি।

মেয়র আরো বলেন, আমি আপনাদেরই সন্তান। এই শহর আমার একার নয়। ৭০ লাখ মানুষের। আসুন, সবাই মিলে এ শহরকে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলথি সিটি’ হিসেবে গড়ে তুলি। আমাকে একটু সময় দিন, আমি কথা দিয়েছি। তা আমি অক্ষরে অক্ষরে পালন করব।

নেতাকর্মী-সমর্থকদের কৃতজ্ঞতা জ্ঞাপন করে চসিক মেয়র বলেন, আমি আপনাদের কাছে চিরঋণী। আপনাদের প্রতি আমার যে ঋণ তা কীভাবে শোধ করব জানি না। শহরের ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডের নেতাকর্মীরা প্রায় গত ১৮ বছর ঘরে থাকতে পারেননি। আপনাদের পাশে কেউ ছিল না। আপনাদের অসহায়ত্ব আমি দেখেছি। সারাদেশে ছয় শয়ের বেশি গুম হয়েছে। মানুষ অসংখ্য মামলা নির্যাতনের শিকার হয়েছে। ১ লাখ মামলায় ৬০ লাখ আসামি হয়েছে। তবু কেউ বিএনপির আদর্শ ছাড়েনি।

ডা. শাহাদাত হোসেন বলেন, সাংবাদিকরা আইসিটি মামলার বিরুদ্ধে গিয়েও কথা বলার স্বাধীনতা না থাকার পরও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা এবং তাদের ওপর হামলার তথ্য তুলে ধরেছেন।

সংবর্ধনা অনুষ্ঠানের পর নগরের হযরত শাহ আমানত (রহ.) মাজার জিয়ারত করেন চসিকের নতুন মেয়র। এরপর বিকালে লালদীঘি পাড়স্থ চসিক লাইব্রেরি ভবনের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। পরে একই স্থানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ডা. শাহাদাত হোসেন। সন্ধ্যায় টাইগারপাসস্থ নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন তিনি।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ