18 C
আবহাওয়া
১:৫১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৮, ২০২৫
Bnanews24.com
Home » লোহাগাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

লোহাগাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

লোহাগাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় গলায় ফাঁস দিয়ে তাহমিনা সোলতানা (১৬) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১১টায় কলাউজান ইউনিয়নের পূর্ব কলাউজানের ৭ নম্বর ওয়ার্ডের শহরবানু বাপের পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত তাহমিনা সোলতানা পূর্ব কলাউজানের ৭ নম্বর ওয়ার্ডের শহরবানু বাপের পাড়ার আবদুর রহিমের কন্যা।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মাহবুবুল হক।

নিহতের বড় বোন বিলকিস ফাতেমা জানান, তার বোন তাহমিনা সোলতানা মানসিক রোগী। দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চলে আসছে। স্থানীয় কলাউজান ডা. এয়াকুব বজলুর রহমান উচ্চ বিদ্যালয়ে সে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত। সকালে তাকে দেখতে না পেয়ে স্বজনেরা এদিক-ওদিক খোঁজাখুঁজি করতে থাকে। পরে তার কক্ষের দরজা বন্ধ দেখায় অনেক ডাকাডাকির পরও তার কোন সাড়া শব্দ পায়নি। অবশেষে দরজার ফাঁক দিয়ে তারা দেখতে পান- তার বোন ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার মরদেহ উদ্ধার করে স্বজনেরা।

লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ কামাল হোসেন বলেন, সুরতহাল তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনএনিউজ/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ