বিএনএ, মিরসরাই: চট্টগ্রামের মিরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় বসতবাড়ির পুকুরে পড়ে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় ১৩নং মায়ানি ইউনিয়নের ১নং ওয়ার্ড সৈদালী গ্রামের নুরুল হক ডাক্তার বাড়িতে এই ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত শিশুর নাম আরিফ হোসেন (২)। সে আনোয়ার হোসেনের ছেলে। আরিফ বড়তাকিয়া বাজারের পশ্চিম পাশে ১৩ নং মায়ানি ইউনিয়নের ১নং ওয়ার্ড সৈদালী নুরুল হক ডাক্তার বাড়িতে মা আকলিমার সাথে নানার বাড়িতে থাকতো।
স্থানীয় ওয়ার্ড মেম্বার ইয়াছিন উল্লাহ জানান, শিশুটির মা আকলিমা সকাল ১১টার দিকে পুকুর ঘাটে মাছ ধৌত করতে গেলে মায়ের অগোচরে পুকুরে পড়ে যায়। ঘণ্টার পর ঘণ্টা খোঁজ করে কোথাও তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে পুকুরের পানিতে ভেসে উঠে শিশু আরিফ হোসেনের মরদেহ। বাড়ির লোকজন দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়েছে বলে জানায় কর্তব্যরত চিকিৎসক।
বিএনএ/আশরাফ, এমএফ