16 C
আবহাওয়া
৩:৫২ পূর্বাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » নেত্রকোনায় তিন হাজার পিস ইয়াবা উদ্ধার

নেত্রকোনায় তিন হাজার পিস ইয়াবা উদ্ধার

ইয়াবা উদ্ধার

বিএনএ, নেত্রকোনা : বিশেষ অভিযান চালিয়ে শহরের হোসেনপুর এলাকা থেকে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার ও মাদক পরিকহনকাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস আটক করেছে নেত্রকোনা পুলিশ । সোমবার গভীর রাতে (৪ অক্টোবর) নেত্রকোনা ডিবি ও মডেল থানা পুলিশের যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

মঙ্গলবার বিকেলের দিকে নেত্রকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন।

জানা যায়, মাদক চোরাচালানের খবর পেয়ে নেত্রকোনা ডিবির ওসি (পশ্চিম) আবুল কালাম পিপিএম -এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল সোমবার গভীর রাতে ঢাকা থেকে আসা সন্দেভাজন বিভিন্ন মোটরযান থামিয়ে তল্লাশি করছিলেন। এ সময় একটি নোহা মাইক্রোবাস (পিরোজপুর-চ-১১-০০০১) ডিবি পুলিশের সংকেত অমান্য করে। চালক বেপরোয়া গতিতে মাইক্রোবাসটিকে চালিয়ে নিয়ে যায়। পুলিশ ধাওয়া করে শহরের হোসেনপুর মহল্লার একটি গলির পাশের কার ওয়াশের সামনে থেকে মাইক্রোবাসটিকে আটক ও এর ভিতরে তল্লাশি চালিয়ে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা। উদ্ধার হওয়া মাদকের মূল্য ১৫ লাখ টাকা হতে পারে বলে জানা গেছে।

জব্দকৃত মাইক্রোবাস ও ইয়াবা পুলিশ হেফাজতে রয়েছে । মামলা প্রক্রিয়াধীন আছে।

বিএনএনিউজ/ফেরদৌস আহমাদ বাবুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ