বিএনএ, ঢাকা : বৈদেশিক কর্মসংস্থান ও ঋণ সহযোগিতার জন্য বিভিন্ন তথ্য, প্রবাসী কর্মী ও তাদের পরিবারের বিভিন্ন সমস্যা সমাধান ও প্রয়োজনীয় সহযোগিতার জন্য ‘১৬১৩৫’ টোল ফ্রি নম্বর দিয়ে ‘প্রবাসবন্ধু কল সেন্টার’ নামে হটলাইন চালু হয়েছে।
সোমবার (৫ সেপ্টম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এ হটলাইন চালু করেছে। সংশ্লিষ্টরা বিনা খরচে কল করে যে কোনো সময় এই কল সেন্টার থেকে তথ্য সেবা পেতে পারেন। এ ছাড়া, বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে এই সেবা পাওয়া যাবে।
বিএনএনিউজ/ এইচ.এম।