30 C
আবহাওয়া
১০:৪০ অপরাহ্ণ - এপ্রিল ১৫, ২০২৫
Bnanews24.com
Home » ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিন জনের মৃত্যু (৫ সেপ্টেম্বর ২০২২)

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিন জনের মৃত্যু (৫ সেপ্টেম্বর ২০২২)

ডেঙ্গু

বিএনএ ডেস্ক: ২৪ ঘণ্টায় দেশে তিন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন ২৬ জন। ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৮ জন। দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৬ জনে।

সোমবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীদের মধ্যে ১৫৭ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরের হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৫১ জন।

হাসপাতালে মোট ভর্তি ৮০৬ জনের রোগীর মধ্যে ৬৭৪ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। আর ঢাকার বাইরে ভর্তি ১৩২ জন রোগী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (৫ সেপ্টেম্বর) পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ৭ হাজার ১১৩ জন। এর মধ্যে ঢাকায় ৫ হাজার ৮২৪ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ভর্তি হয়েছেন এক হাজার ২৮৯ জন।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
ঢাকা ও ইসলামাবাদ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক বৃহস্পতিবার ময়মনসিংহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু মিয়ানমার থেকে ফিরলেন ২০ বাংলাদেশি নাগরিক, স্বজনদের জিম্মায় আনুষ্ঠানিক হস্তান্তর বোয়িং থেকে উড়োজাহাজ কেনা বন্ধের নির্দেশ চীনের আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত কর্ণফুলীর আ.লীগ নেতা মো.আলীকে হত্যা মামলায় ঘোড়া মালেককে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ডিপ্লোমা কোটা বাতিলের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ পটিয়ায় নিখোঁজের দুইদিন পর কৃষকের মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে চলছে ঐতিহ্যবাহী বউ মেলা চট্টগ্রামে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩, মোটরসাইকেল জব্দ