বিএনএ ডেস্ক: ২৪ ঘণ্টায় দেশে তিন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন ২৬ জন। ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৮ জন। দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৬ জনে।
সোমবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীদের মধ্যে ১৫৭ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরের হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৫১ জন।
হাসপাতালে মোট ভর্তি ৮০৬ জনের রোগীর মধ্যে ৬৭৪ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। আর ঢাকার বাইরে ভর্তি ১৩২ জন রোগী।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (৫ সেপ্টেম্বর) পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ৭ হাজার ১১৩ জন। এর মধ্যে ঢাকায় ৫ হাজার ৮২৪ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ভর্তি হয়েছেন এক হাজার ২৮৯ জন।
বিএনএ/এ আর