বিএনএ, আনোয়ারা : চট্টগ্রামের আনোয়ারা থানায় কর্মরত ইয়াউর রহমান (৪৬) নামে এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৫ সেপ্টেম্বর) ভোরে তিনি আনোয়ারা থানার পাশে ভাড়া বাসায় মৃত্যুবরণ করেন তিনি।
ইয়াউর রহমানের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায়। বিষয়টি নিশ্চিত করেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মোহাম্মদ হাছান।
তিনি বলেন, এসআই ইয়াউর রহমান দীর্ঘদিন ধরে কিডনী রোগে ভুগছিলেন। তিনি থানার পাশে একটি ভাড়া বাসায় থাকতেন। সোমবার নিজবাড়ি নোয়াখালীতে তাকে দাফন করা হয়েছে। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।
বিএনএ/ নাবিদ, এমএফ