বিএনএ,স্পোর্টসডেস্ক : তিন জাতি টুর্ণামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ফিলিস্তিনের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ।রোববার(৫ সেপ্টেম্বর) কিরগিজস্থানের রাজধানী বিশকেকের স্পার্তাক স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়েছে ।
স্বাগতিক কিরগিজস্তানের কাছে ১-০ গোলে হেরেছিল ফিলিস্তিন। নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে সহজে হারাল ফিলিস্তিনিরা।
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৮৬ ধাপ এগিয়ে থাকা ফিলিস্তিন শুরু থেকে রক্ষণে চাপ দিতে থাকে।ম্যাচের ৩৩ তম মিনিটে ফিলিস্তিন প্রথম গোল আদায় করে নেন।সতীর্থের লম্বা পাস ধরে পোস্ট ছেড়ে বেরিয়ে আসা সোহেলের মাথার ওপর দিয়ে নিখুঁত চিপ করেন মাহমুদ। বলও এগোতে থাকে জালের দিকে। শেষ মুহূর্তে টোকা দিয়ে গোল করে নায়ক বনে যান লায়েথ খারৌব।
প্রথমার্ধে আবারও জামাল ভূইঁয়ার দল গোল হজম করা থেকে বেঁচে যায় গোলরক্ষক সোহেলের দুর্দান্ত দুইটি সেভে ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে ফিলিস্তিন। বাঁ প্রান্ত থেকে করা ক্রস থেকে দলকে এগিয়ে নেন ইয়াসের হামদ।
ম্যাচের শেষ দিকে সুযোগ পান কানাডা প্রবাসী রাহবার। তার সঙ্গে মাঠে নামেন স্ট্রাইকার ইব্রাহিম। দুইজন মিলে খেলার গতি বাড়ালেও স্কোর লাইনে কোনো পরিবর্তন আনতে পারেননি। শেষ পর্যন্ত ২-০ গোলে হারে বাংলাদেশ।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর)কিরগিজস্থান বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
বিএনএ/এমএম