রাজধানীর বিমানবন্দর এলাকায় বাস চাপায় অজ্ঞাত পরিচয় ( ৬০) এক বৃদ্ধ মারা গেছেন। তার পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ। রোববার ( ৫ সেপ্টেম্বর)ভোর ৬টার দিকে বিমানবন্দর থানার এক নম্বর সেক্টরের ১১ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে। পরে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গির আলম ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে বিমানবন্দর এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কে বাসের চাপায় ঘটনাস্থলে বৃদ্ধ মারা যান। তিনি আরও জানান, এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, নিহত ব্যক্তি বিমানবন্দর গোলচত্বর এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন।বাসের চাপায় নিহত ব্যক্তি সম্পর্কে এলাকার কেউ বিস্তারিত পরিচয় জানাতে পারেনি।
বিএনএনিউজ২৪ডটকম,জিএন,আহা