17 C
আবহাওয়া
৭:৫১ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » এমপি হেনরীর পুড়ে যাওয়া বাসায় মিলল ২ কঙ্কাল

এমপি হেনরীর পুড়ে যাওয়া বাসায় মিলল ২ কঙ্কাল

MP HOME

বিএনএ ডেস্ক: সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের এমপি ড. জান্নাত আরা হেনরীর পুড়ে যাওয়া বাসা থেকে দু’টি কঙ্কাল উদ্ধার হয়েছে। জেলা শহরের মুজিব সড়কের বাসায় উদ্ধার কঙ্কাল দু’টির একটি জানপুরের ছাত্রলীগ কর্মী শাহিন আহম্মেদের। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। রোববার রাত সাড়ে ১০টায় পুড়ে যাওয়া ঘর থেকে কঙ্কাল দু’টি উদ্ধার করা হয়। কঙ্কাল উদ্ধারের পর বঙ্গমাতা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘কোটা আন্দোলনকারীদের আড়ালে জামায়াত-শিবির ও বিএনপির লোকজন এনায়েতপুর থানায় অগ্নিসংযোগ করে ১৩ জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার পর পুরো জেলায় অন্যান্য থানার নিরাপত্তা নিয়ে পুলিশ মহাব্যস্ত। এমপির বাড়ি থেকে কঙ্কাল উদ্ধারের ঘটনা শুনেছি। বিস্তারিত ঊর্ধ্বতন কর্মকর্তারা হয়তো জানেন।’

অপরদিকে, এমপির ব্যক্তিগত সহকারী জুয়েল হোসেন সাংবাদিকদের জানান, ‘দুজনের একজন যানপুর মহল্লার শাহিনের কঙ্কাল হিসেবে ধারণা করা হচ্ছে।’

তিনি আরো জানান, জামায়াত-বিএনপি-কোটা আন্দোলনকারীদের সঙ্গে একজোট হয়ে এমপি ড. হেনরী ম্যাডামের বাসা ভাঙচুর করে আগুন দেয়। শাহিনসহ দুই কর্মীকে বাসায় পেয়ে তাদের পিটিয়ে হত্যার পর আগুনে পুড়ে কঙ্কাল বানিয়েছে।’

এদিকে, রোববার সকালে এনায়েতপুর থানা ঘেরাও এবং অগ্নিসংযোগের পর দুপুরে ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর আগে পুলিশ আত্মরক্ষার্থে হামলাকারীদের ওপর গুলি ছোড়ে। বেতিল গ্রামের শিহাব ও সিয়াম এবং খুকনী গ্রামের ইয়াহিয়া নামের তিন হামলাকারী যুবক ওই সময় গুলিবিদ্ধ হয়। পরে খাজা ইউনুছ আলী হাসপাতালে নিলে মারা যায় তারা।

হাসপাতালের কর্মকর্তা কোশিক আহম্মেদ স্থানীয় সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল সমকালকে বলেন, হত্যাকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

অন্যদিকে, রোববার দুপুরে কোটা আন্দোলনকারী ও জামায়াত-শিবির-বিএনপির মারধরে রায়গঞ্জে সরকারদলীয় নেতা ও সাংবাদিকসহ ৬ জন নিহত হন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ