21 C
আবহাওয়া
১০:৩৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » আনোয়ারায় ইয়াবাসহ কারবারি আটক

আনোয়ারায় ইয়াবাসহ কারবারি আটক

আনোয়ারায় ইয়াবাসহ কারবারি আটক

বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারায় আটশত পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আজাদ হোসেন প্রকাশ রায়হান (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৪ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের শোলকাটা রাস্তার মাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মাদক কারবারি রায়হান ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মো. আউয়াল মিয়ার ছেলে। বর্তমানে সে চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদার বাড়ী এলাকায় বসবাস করতেন বলে জানা যায়।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ জানান, শোলকাটা রাস্তার মাথা এলাকার শুক্কুর আলীর চা দোকানের সামনে রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি করে তার কাছ থেকে আটশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক রায়হানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

বিএনএনিউজ/এনামুল হক নাবিদ,বিএম

Loading


শিরোনাম বিএনএ