28 C
আবহাওয়া
৭:৫৪ পূর্বাহ্ণ - এপ্রিল ২২, ২০২৫
Bnanews24.com
Home » ‘মা হতে ভালো লাগে’ তাই গর্ভ ভাড়া দিতে চান ইয়েসেনিয়া

‘মা হতে ভালো লাগে’ তাই গর্ভ ভাড়া দিতে চান ইয়েসেনিয়া

ইয়েসেনিয়া ল্যাটোরে

বিএনএ,বিশ্ব ডেস্ক : যেসব মার্কিন দম্পতি সন্তান হচ্ছে না বলে হতাশায় ভুগছেন তাদের জন্য সুসংবাদ দিলেন ২৬ বছর বয়সি আটলান্টার তরুণী ইয়েসেনিয়া ল্যাটোরে।তিনি বলেন, যে সব মহিলারা স্বাভাবিকভাবে মা হতে পারেন না, তাদের জন্যই আমার এই প্রচেষ্টা।তিনি শিগগির ফের গর্ভ ভাড়া দিতে চান। এ জন্য আগ্রহীকে ৪০ হাজার মার্কিন ডলার(৪৩ লাখ ৪০ হাজার টাকা ) দিতে হবে। তিনি বলেন, এখানে টাকা উপার্জন মূল কথা নয়, তার মা হতে ভালো লাগে এটাই মূখ্য উদ্দেশ্য।

ইয়েসেনিয়া ল্যাটোরে অবশ্য বিবাহিত । তার দুটি ছেলে সন্তান রয়েছে। তাছাড়া ইতোমধ্যে গর্ভভাড়া দিয়ে তিনি আরো একটি সন্তানের জন্ম দিয়েছেন। খবর নিউইয়র্ক টাইমস এর।

২০১৭ সালে ইয়েসেনিয়া ল্যাটোরে প্রথম সন্তান প্রসব করেন। প্রথমবারের অভিজ্ঞতায় তার মা হবার এই যাত্রাপথ এতটাই ভালো লাগে যে, সন্তানের জন্ম দেয়াই তার শখে পরিণত হয়।এর পর ২০১৯সালে তার দ্বিতীয় সন্তানের জন্ম হয়।

ইয়েসেনিয়া ল্যাটোরে বলেন, আমি খুব শিগগির আবারও গর্ভ ভাড়া দেয়ার পরিকল্পনা নিয়েছি। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে নিজের এ ইচ্ছের কথা প্রকাশ করতেই রীতিমতো তা ভাইরাল হয়ে যায়। টিকটকে তার ফলোয়ার রয়েছে ২ লাখ ২২ হাজার ৭০০ জন।
বাবা-মা হবার স্বপ্নপূরণ করতে শতাধিক দম্পতি যোগাযোগ করেন ইয়েসেনিয়া ল্যাটোরের সঙ্গে।

ইয়েসেনিয়া ল্যাটোরে
ইয়েসেনিয়া ল্যাটোরের পরিবার

ইয়েসেনিয়া ল্যাটোরে জানান, মানুষ বুঝেছে সারোগেসি মানেই শুধু অর্থ উপার্জন নয়। অবশ্যই নিজের পরিচর্যার জন্য অর্থের প্রয়োজন রয়েছে। তার বেশি কিছু নয়। আমার কাছে পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেসব দম্পতি সন্তান হচ্ছে না বলে হতাশায় ভুগছেন, সেসব দম্পতির হাতে সন্তান তুলে দিতে পারলে আমি নিজেকে খুব গর্বিত মনে করবো।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ ল্যাটোরে একটি সুস্থ শিশুর জন্ম দেন। তিনি বলেন, “ একটা পরিবারকে তাদের বাচ্চা দেয়া আমার পক্ষে কঠিন ছিল না। আমি তাদের জন্য এটি করতে পেরে খুব খুশি হয়েছিলাম।”

“আমি ভবিষ্যতে তাকে দেখতে সক্ষম হব, এবং তার মা আমাকে প্রতি সপ্তাহে তার ছবি পাঠান। এটা সত্যিই আমাকে আনন্দ দিয়ে থাকে।”

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ