বিএনএ, রাঙামাটি : টানা কয়েকদিন ধরে চলমান অতি বর্ষণে ক্ষয়ক্ষতি এড়াতে কাপ্তাই হ্রদে নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন।
শনিবার (৫ আগস্ট) দুপুরে রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশারফ হোসেন খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারী করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙামাটি পার্বত্য জেলায় চলমান অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলের কারণে জানমালের নিরাপত্তার স্বার্থে শনিবার(৫ আগস্ট) ভোর হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কাপ্তাই লেকে সকল ধরণের নৌ-যান চলাচল বন্ধ থাকবে। তবে আইন শৃঙ্খলা রক্ষা এবং জরুরি সরকারি কাজে নিয়োজিত নৌযান সমূহ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। যে কোন জরুরি প্রয়োজনে জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এই বিষয়ে নৌ-যান মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী পরিবহন) রাঙামাটি জোনের সভাপতি মঈনউদ্দীন সেলিম বলেন, গত কয়েকদিনের টানা বর্ষণের কারণে এই মুহুর্তে কাপ্তাই হ্রদে পাহাড়ি ঢল নামছে। যেকোন ধরণের নৌ দুর্ঘটনা এড়তে রাঙামাটি জেলা প্রশাসন থেকে নৌ চলাচল বন্ধ রাখার ব্যাপারে আমাদের নির্দেশনা দেয়া হয়েছে। আমরা আমাদের লঞ্চগুলোকে সেই নির্দেশনা জানিয়ে দিয়েছি। জেলা প্রশাসন পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আমরা লঞ্চ চলাচল বন্ধ রাখবো।
রাঙামাটিতে গত কয়েকদিন যাবত টানা বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের ফলে পাহাড়ধ্বসের শঙ্কা তৈরি হয়েছে। পাহাড়ধ্বসের কারণে ক্ষয়ক্ষতি এড়াতে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের ৯টি ওয়ার্ডে মোট ১৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস কেন্দ্রের তথ্যমতে আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাঙামাটিতে ৭৭ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বিএনএ/ কাইমুল ইসলাম ছোটন, ওজি