বিএনএ ডেস্ক: ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৩০৪ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। ৫০ ওভারে ২ উইকেটে ৩০৩ রান সংগ্রহ করেছে টাইগার বাহিনী।
শুক্রবার (৫ আগস্ট) হারারে স্পোর্টস মাঠে টসে জিতে সফরকারীদের ব্যাট করার আমন্ত্রণ জানায় জিম্বাবুয়ে। ওপেনিং করতে নামেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল ও লিটন দাস। তামিম ইকবাল ৮৮ বলে ৬২ রান করে ফিরে যান। ৮৯ বলে ৮১ রান করা লিটন দাস ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন। এনামুল হক ফিরে ৬২ বলে ৭৩ রান করে।
মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ভালই জবাব দিয়েছেন জিম্বাবুয়ের বোলারদের। শেষ পর্যন্ত মুশফিক ৪৯ বলে ৫২ ও মাহমুদউল্লাহ ১২ বলে ২০ রান করে অপরাজিত থাকেন।
জিম্বাবুয়ের কোন বোলারই তেমন সুবিধা করতে পারেন তিনি। তাদের ভিক্টর নিয়াউচি ও সিকান্দার রাজা একটি করে উইকেট পেয়েছেন। অতিরিক্ত ১৫ রান দিয়েছেন তাদের বোলাররা।
বিএনএ/এ আর