বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের বাকলিয়া থানার শাহ আমানত সেতু সংযোগ সড়ক এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৪১ লাখ টাকা মূল্যের ৪৬ হাজার ৭৪০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়।
বৃহস্পতিবার (৫ আগস্ট) ভোর পৌনে ৪টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি জানিয়েছেন র্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।
আটককৃতরা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ থানার বাহার ছড়া এলাকার মৃত কবির আহম্মদের ছেলে আবু ছিদ্দিক (২৯) এবং উখিয়া থানার বাইলাখালী এলাকার মো. জমির আহম্মদের ছেলে মো. বেলাল উদ্দিন (২০)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত সেতু সংযোগ এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামে আসা একটি পিকআপ (চট্ট মেট্রো-ন-১১-৬৬৬৩) জব্দ করে র্যাবের সদস্যরা। পিকআপ তল্লাশি করে একটি ট্রাভেল ব্যাগের ভিতরে ৪৬ হাজার ৭৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় পিকআপে থাকা ড্রাইভার ও হেলপারকে আটক করে পিকআপটি জব্দ করে করা হয়। আটক ইয়াবা কারবারিদের বাকলিয়া থানায় পাঠানো হয়েছে।
বিএনএনিউজ/মনির