17 C
আবহাওয়া
৫:৫৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » আনোয়ারায় হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু 

আনোয়ারায় হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু 

চট্টগ্রামে হাতির আক্রমণে যুবকের মৃত্যু

বিএনএ, আনোয়ারা : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়  বন্য হাতির আক্রমণে সাবের আহমেদ প্রকাশ রেনু মিয়া নামের ৭০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (৫ জুলাই)  সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের হাজীগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাবের আহমেদ হাজীগাঁও গ্রামের কবির আহমেদের বাড়ীর আতুর আলীর পুত্র বলে জানা যায়।

নিহত সাবের আহমেদের ভাইপো মোহাম্মদ ইসহাক বলেন,  আমার চাচা সন্ধ্যায় ঘর থেকে বের হয়ে মসজিদে মাগরিবের নামাজ পড়তে গিয়েছিলেন। নামাজ পড়ে বাড়ী ফেরার পথে হাতির আক্রমণের শিকার হয় আমার চাচা। হাতির আক্রমণে গুরুতর আহত হলে পরে তাকে আমরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানায়, নিহত সাবের আহমেদের তিন পুত্র ও দুই মেয়ে সন্তান রয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বলেন, হঠাৎ করে আজ বারখাইন এলাকায় লোকালয়ে হাতি নেমে আসে। মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে।  ঘর-বাড়ি ও জানমালের ক্ষতি হবে বলে আমরা বন বিভাগ ও ইউএনও মহোদয়কে অবগত করেছি। এখন সর্বশেষ খবর পেলাম মাগরিবের নামাজ পড়ে ফেরার পথে এক বৃদ্ধ হাতির আক্রমণের শিকার হয়ে মৃত্যু হয়েছে।

বিএনএনিউজ/এনামুল হক নাবিদ/এইচ.এম/ হাসনা।

Loading


শিরোনাম বিএনএ