18 C
আবহাওয়া
২:৫৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » বৃষ্টিতে খেলা বন্ধ

বৃষ্টিতে খেলা বন্ধ


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি।

সপ্তম ওভারে তামিমকে ফিরিয়ে টাইগারদের ওপেনিং জুটি ভাঙা আফগানরা ম্যাচের ১২তম ওভারেই ফিরিয়েছেন লিটন দাসকেও।

ধীরস্থির ব্যাটিং করছিলেন লিটন দাস। দেখে মনে হচ্ছিল, বাংলাদেশ দলের ইনিংসকে অনেকদূর এগিয়ে নিতে পারবেন তিনি। কিন্তু মুজিবের বলের কাছে পরাস্ত হলেন লিটনও। ২৬ রান করে আউট হন তিনি।

এরপরের ওভারেই মোহাম্মদ নবীর বলে আউট হন নাজমুল হাসান শান্ত। এরপরই নামে বৃষ্টি। ফলে ম্যাচের পনের ওভার পরই বন্ধ হয়ে যায় খেলা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫.১ ওভার তিন উইকেট হারিয়ে ৮৪ রান। ক্রিজে অপরাজিত আছেন তৌহিদ হৃদয় এবং সাকিব।

বিএনএ/ ওজি/ হাসনা

 

 

 

Loading


শিরোনাম বিএনএ