বিএনএ, ঢাকা : আগামী ৮ জুলাই থেকে যাত্রীদের সুবিধার্থে মেট্রোরেল চলাচলের সময় ৩০ মিনিট বাড়ছে। মঙ্গলবার (৪ জুলাই) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন এই সময় সূচি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার থেকে রাত সোয়া ৮টা ও সাড়ে ৮টায় দুটি ট্রেন আগারগাঁও স্টেশন থেকে যাত্রা শুরু করে প্রতিটি স্টেশনে থেমে উত্তরার উত্তর মেট্রোরেল স্টেশন পর্যন্ত চলাচল করবে।
এতে শুধুমাত্র এমআরটি পাস বা র্যাপিড পাস ব্যবহার করে যাতায়াত করা যাবে। সিঙ্গেল জার্নি টিকেট ব্যবহার করে যাতায়াত করা যাবে না।
বিএনএনিউজ/এইচ.এম/ এইচ এইচ