19 C
আবহাওয়া
১:৩১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » আশিরের হাসিমুখ আর দেখা যাবে না

আশিরের হাসিমুখ আর দেখা যাবে না


বিএনএ, আনোয়ারা(চট্টগ্রাম) :  চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ডুমুরিয়া গ্রামের বাসিন্দা এম আলী আব্বাসের তিন বছরের শিশু পুত্র আশির আব্বাস আওসাফ। ফুটফুটে গোলাপের ন্যায় হাসিমুখ চেহারা।  সেই আশিরের আর হাসিমুখ দেখা যাবে না।

সোমবার (৪ জুলাই) বিকেলে উপজেলার চাতরী ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে পুকুরে মর্মান্তিক মৃত্যু হয় আশিরের।

জানা যায়, নিহত আশির দক্ষিণ জেলা যুবলীগ নেতা ও আনোয়ারা কলজ ছাত্র লীগের সাবেক সভাপতি এম আলী আব্বাসের পুত্র।

ঘটনার বিষয়ে স্থানীয় বাসিন্দা সরোয়ার হোসেন মাসুদ জানায়, সোমবার বিকেলে আশির আব্বাস বাড়ির উঠানে খেলছিলো। এমন সময় সবার অজান্তে হঠাৎ করে সে পুকুরে পড়ে যায়। পরে খুঁজাখুঁজির এক পর্যায়ে তাঁকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

বিএনএ/ এনামুল হক নাবিদ, ওজি

Loading


শিরোনাম বিএনএ