19 C
আবহাওয়া
২:৫০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে অপহৃত যুবক উদ্ধার, আটক ২

চট্টগ্রামে অপহৃত যুবক উদ্ধার, আটক ২

চট্টগ্রামে অপহৃত যুবক উদ্ধার, আটক ২

বিএনএ,চট্টগ্রামঃ চট্টগ্রামের পাহাড়তলী এলাকা হতে অপহৃত এক যুবককে উদ্ধার করেছে র‌্যাব। রোববার( ৪ জুলাই) এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই অপহরণকারীকে আটক করা হয়।  অপহৃত মোঃ মাহবুব আলম (৩৫) পেশায় একজন হোটেল ম্যানেজার।

আটককৃতরা হচ্ছে মোঃ রাব্বি চৌধুরীপ্রকাশ শাওন (২৭), মোঃ কায়সার চৌধুরী (২৬)

র‌্যাব -৭ জানায়, রোববার দুপুর অনুমান ১২ টার  মাহবুব চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন দক্ষিন কাট্টলি এলাকায় রিংকুর ভাইয়ের ভাড়া বাসায় বেড়াতে যায়।এখানে অবস্থান কালে রাব্বি চৌধুরী প্রকাশ শাওন, মোঃ কায়সার চৌধুরী ও আবদুল এবং আরও কিছু দুস্কৃতিকারী রিংকুর ভাইয়ের বাসায় প্রবেশ করে পূর্ব পরিকল্পিতভাবে মাহবুবকে হেনস্থা এবং বিভিন্ন ধরণের কুৎসিত কথাবার্তা বলতে থাকে। মাহবুব তাদের উক্ত কথা বার্তায় প্রতিবাদ করলে আসামীরা তাকে চর-থাপ্পড়, কিল-ঘুষি মারে।  একপর্যায়ে  বাসাতে আটক করে ভিতর থেকে দরজা লক করে দেয়। মাহবুবের পকেট থেকে, মোবাইল ও মানিব্যাগে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয় এবং এশিয়া, সোনালী ও এনআরবি ব্যাংকের ৩টি ডেভিড কার্ডের পিন কোড নম্বরের জন্য মারধর করতে থাকে।

মাহবুব ব্যাংকের পিন কোড নম্বর দিতে না চাইলে আসামী রাব্বি,কায়সার ও আবদুল তাদের হাতে থাকা কাঠের লাঠি দিয়ে মারাত্মক ভাবে মারধর করতে থাকে এবং বলে ডেভিড কার্ডের পিন নম্বর লাগবে না নগদ ৫ লক্ষ টাকা মুক্তিপণ দিলে তাকে ছেড়ে দিবে।
ভিকটিম মাহবুব নিরুপায় হয়ে টাকা দিতে সম্মত হয় এবং আসামীদের কথামত তার ভাই আলম এবং বন্ধু মোঃ আশরাফুজ্জামান শাওনকে মোবাইল এ কল করে  নগদ পাঁচ লক্ষ টাকা নিয়ে রিংকুর বর্ণিত ঠিকানায় আসতে বলে।

এর মধ্যে মাহবুব এর ভাই ও বন্ধু টাকা নিয়ে আসতে বিলম্ব হওয়ায় আসামীরা টাকার জন্য পুনরায় চাপ সৃষ্টি করতে থাকে এবং বিকাশের মাধ্যমে আপাতত ৫০  হাজার টাকা দিতে বলে।

মাহবুব আসামীদের কথামত তার বন্ধু ও স্থানীয় প্রতিবেশী মোঃ সেলিম ও ভাতিজা সাকিবকে মোবাইলে কল করে টাকা পাঠাতে বললে তারা নগদ ৩০,৬০০ টাকা সেন্ড করে।আসামীগণ উক্ত টাকা পাওয়ার পর তাদের দাবিকৃত ৫ লক্ষ টাকা পাওয়ার জন্য পূনরায় চাপ সৃষ্টি করে। মাহবুব তার বড় ভাই ও বন্ধুর সাথে যোগাযোগ করলে তারা জানায় তারা পাঁচ লক্ষ টাকা যোগাড় করতে পারছে
না তবে আপাতত দুই লক্ষ টাকা দিতে পারবে।আসামীরা তাদেরকে নগদ ২ লক্ষ  টাকা নিয়ে আসতে বলে।ইতিমধ্যে মাহবুব এর বড় ভাই আলম ও বন্ধু আশরাফুজ্জামান শাওন উক্ত বিষয়টি  র‌্যাব-৭ এর অধিনায়ককে অবগত করে।

উক্ত তথ্যের ভিত্তিতে গত ৪ জুলাই  র‌্যাব অভিযোগকারীদের নিয়ে রিংকুর বর্ণিত ঠিকানায় আসে ।এ সময় রাব্বি চৌধুরীপ্রকাশ শাওন ও মোঃ কায়সার চৌধুরীকে গ্রেফতার করা হয়।

ঘটনাস্থল হতে আহত অবস্থায় ভিকটিম মাহবুব এবং তার ব্যবহৃত মোবাইল, মানিব্যাগ এবং  ৩৬ হাজা্র  টাকা এবং নগদ মুক্তিপণ হিসেবে প্রদানকৃত ২ লক্ষ টাকা উদ্ধার করা হয়।

বিএনএ/ এফ এ, ওজি

Loading


শিরোনাম বিএনএ