বিএনএ, ঢাকা : ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৯৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ১৬.৭৪ শতাংশ।
মঙ্গলবার (৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১ হাজার ৬২৭ জন ঢাকা বিভাগের, ৪২ জন ময়মনসিংহ বিভাগের, ১৩৬ জন চট্টগ্রাম বিভাগের, ৪৭ জন রাজশাহী বিভাগের, ১৮ জন রংপুর বিভাগের, ৩৭ জন খুলনা বিভাগের, ৭২ জন বরিশাল বিভাগের ও ১৯ জন সিলেট বিভাগের।
গত ২৪ ঘণ্টায় যে ৭ জন মারা গেছেন তাদের সবাই পুরুষ।
এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৮২ হাজার ৯৭২ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৮১ জন।
এর আগের ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছিল এবং ২ হাজার ২৮৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১৬.৫১ শতাংশ।
বিএনএনিউজ/এইচ.এম।