31 C
আবহাওয়া
১২:২৮ পূর্বাহ্ণ - মে ৪, ২০২৪
Bnanews24.com
Home » করোনা টিকা নিবন্ধনের বয়স এখন ৩৫

করোনা টিকা নিবন্ধনের বয়স এখন ৩৫

ভ্যাকসিন বুলেটিন প্রচারের পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

বিএনএ, ডেস্ক : কোভিড -১৯ এর গণটিকা নিবন্ধনের ক্ষেত্রে এখন ৩৫ বছর নির্ধারণ করেছে সরকার। আগে টিকা গ্রহীতার বয়স সর্বনিম্ন ৪০ বছর থাকলেও এখন ৩৫ বছর থেকেই টিকার নিবন্ধন করা যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (৫ জুলাই) বেলা ১১টায় অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, এখন থেকে ৩৫ বছর বয়স হলেই করোনার টিকার জন্য নিববন্ধন করা যাবে। দু’এক দিনের মধ্যেই এবিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, খুব তাড়াতাড়িই খুলে দেওয়া হচ্ছে টিকা নিবন্ধন অ্যাপ। পাশাপাশি গণটিকার ক্ষেত্রে সর্বনিম্ন বয়সসীমা ৪০ থেকে কমিয়ে ৩৫ করা হচ্ছে।
বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ