27 C
আবহাওয়া
১২:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » দায়িত্ব নিলেন র‌্যাব মহাপরিচালক হারুন অর রশিদ

দায়িত্ব নিলেন র‌্যাব মহাপরিচালক হারুন অর রশিদ


বিএনএ, ঢাকা: র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. হারুন অর রশিদ। বুধবার (৫ জুন) সকালে তিনি বিদায়ী মহাপরিচালক এম খুরশীদ হোসেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।

সোমবার (৩ জুন) পুলিশ সদর দপ্তরে বিদায়ী র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেনকে বিদায় সংবর্ধনা দেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

এর আগে ২৯ মে সরকারি চাকরি থেকে খুরশীদ হোসেনকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তার জায়গায় নতুন দায়িত্ব পান ব্যারিস্টার হারুন অর রশিদ। বুধবার থেকে খুরশীদ হোসেনের অবসরকালীন ছুটি কার্যকর হবে।

২০২২ সালের ৩০ সেপ্টেম্বর র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেন খুরশীদ হোসেন। সে সময় তিনি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে দায়িত্ব নেওয়ার পর বুধবার সকালে র‌্যাবের নতুন মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দেন। পরে তিনি গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি দেবেন।

বিএনএ/এমএফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ