25 C
আবহাওয়া
৫:৫০ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » বাঁশখালীতে জাল ভোট দেওয়ার অপরাধে জরিমানা

বাঁশখালীতে জাল ভোট দেওয়ার অপরাধে জরিমানা

গৌরনদীতে বেশি দামে পেঁয়াজ বিক্রি জরিমানা

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের বাঁশখালীতে বাহারছড়া ইউনিয়নে আচরণবিধি লঙ্ঘন ও জাল ভোট দেওয়ার অপরাধে ৪ জন কে এক লক্ষ টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। বাঁশখালী উপজেলা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী (সহকারী কমিশনার ভুমি) মিরসরাই এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এ সময় বাহারছড়া ইউনিয়নে আচরণবিধি লঙ্ঘন ও জাল ভোট দেওয়ার দায়ে মো. বুলবুল (৪১) কে ৫০ হাজার টাকা, মো. রিফাত (৩০) কে ২০ হাজার টাকা, মো. আক্কাস উদ্দিন (২৮) কে ১০ হাজার টাকা, মো. মেজবাহ উদ্দিন কে ২০ হাজার টাকাসহ সর্বমোট এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী জানান, দুইজন কে জাল ভোট দেওয়ার দায়ে অপর দুইজন কে ভোট দেওয়ার পর ভোটকেন্দ্রে অবস্থান করায় এ জরিমানা করা হয়।

বিএনএনিউজ/ নাবিদ/ এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ