17 C
আবহাওয়া
৬:৪০ পূর্বাহ্ণ - জানুয়ারি ৬, ২০২৫
Bnanews24.com
Home » খাতুনগঞ্জে কাঠের গুঁড়ায় রং মিশিয়ে মরিচ ও হলুদের গুঁড়া তৈরি

খাতুনগঞ্জে কাঠের গুঁড়ায় রং মিশিয়ে মরিচ ও হলুদের গুঁড়া তৈরি


বিএনএ, চট্টগ্রাম : আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী খাতুনগঞ্জে করাতকলের কাঠের গুঁড়ার সঙ্গে রং মিশিয়ে মরিচ ও হলুদের গুঁড়া তৈরির করার দায়ে তিনটি কারখানা সিলগালা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বুধবার (৫ জুন) দুপুরে খাতুনগঞ্জের সেবা গলিতে এসব কারখানা সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সোবহান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সোবহান জানান, কাঠের ভূষি, ক্ষতিকর রং মিশিয়ে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া তৈরি করছে মনে হয়েছে। নমুনা সংগ্রহ করেছি আমরা। তিনটি কারখানার মালিক পলাতক। তাই কারখানায় আমরা তালা মেরে দিয়েছি। এ বিষয়ে মামলাসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে সহায়তা করেন মহানগর পুলিশের একটি টিম। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ বশির আহম্মেদ।

বিএনএনিউজ/রেহানা/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ