32 C
আবহাওয়া
৫:০৪ অপরাহ্ণ - আগস্ট ১৬, ২০২৫
Bnanews24.com
Home » ধলেশ্বরীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি

ধলেশ্বরীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি


বিএনএ, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মাটিবোঝাই বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে শহরের লঞ্চঘাটের অদূরে শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

তিনি জানান, বাল্কহেডে থাকা পাঁচজন স্টাফকে উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে আসা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে সাড়ে তিন শতাধিক যাত্রী নিয়ে পটুয়াখালীর চরমুলতান এলাকায়  যাচ্ছিল। পথিমধ্যে মুন্সীগঞ্জ লঞ্চঘাটের অদূরে ধলেশ্বরী নদীতে বক্তাবলির উদ্দেশ্যে মাটি বোঝাই করে আসা বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগে। লঞ্চের ধাক্কায় বাল্কহেডটি নদীতে ডুবে যায়। এ সময় বাল্কহেডে থাকা পাঁচ স্টাফকে স্থানীয়রা উদ্ধার করে লঞ্চঘাটে নিয়ে আসে। অপরদিকে বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত যাত্রীবাহী লঞ্চ এমভি পূবালী-৯ নিরাপদে তীরে নোঙর করা হয়। পরে রাত সাড়ে ৯ টার দিকে ঢাকার সদরঘাট থেকে অপর একটি লঞ্চ আসে। ওই লঞ্চটি এসে দুর্ঘটনা কবলিত লঞ্চের যাত্রীদের নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করে।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ