17 C
আবহাওয়া
৫:৩৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » মিজানুর রহমান মজুমদার ভোট দি‌লেন যশপু‌রে 

মিজানুর রহমান মজুমদার ভোট দি‌লেন যশপু‌রে 

মিজানুর রহমান মজুমদার ভোট দি‌লেন যশপু‌রে 

ছাগলনাইয়া(ফেনী): মহামায়া ইউ‌নিয়‌নের  উত্তর যশপুর সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয়‌ কে‌ন্দ্রে ভোট দি‌য়ে‌ছেন ছ‌াগলনাইয়া উপ‌জেলা চেয়ারম‌্যান প্রার্থী মিজানুর রহমান মজুমদার(কাপ পি‌রিচ)।

প‌রিবা‌রের সদস‌্যরাসহ সকা‌লে ভোট দেন মিজান।

এর আ‌গে বুধবার(৫জুন) সকাল ৮টায় ছ‌াগলনাইয়া উপ‌জেলা  নির্বাচ‌নে ভোট গ্রহণ শুরু হয়।

নির্বাচনে চেয়ারম‌্যান প‌দের  পাঁচ প্রার্থী হলেন- ফেনী জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মিজানুর রহমান মজুমদার কাপ-পিরিচ প্রতীক, অ্যাডভোকেট শহিদ উল্লাহ মজুমদার দোয়াত কলম প্রতীক, আব্দুল হালিম আনারস প্রতীক, সাংবাদিক কাজী ফারুক টেলিফোন প্রতীক ও মেহেদী হাছান মুকুট প্রতীক।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে  বিবি জুলেখা শিল্পী (কলস প্রতীক) ও নাসিমা আক্তার( সেলাই মেশিন)প্রতিদ্ব‌ন্দ্বিতা কর‌ছেন। ভাইস চেয়ারম্যান পুরুষ প‌দে বিনা প্রতিদ্ব‌ন্দ্বিতায় এনামুল হক মজুমদার নির্বা‌চিত হন।

এস‌জিএন/ হাসনা

 

Loading


শিরোনাম বিএনএ