20 C
আবহাওয়া
৩:৫৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » ময়মনসিংহে বজ্রপাতে তালগাছে আগুন

ময়মনসিংহে বজ্রপাতে তালগাছে আগুন


বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে তাল গাছে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার পর এলাকা মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাল গাছে অগ্নিকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়ে।

শনিবার (৪ মে) রাত ৯ টার দিকে ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিড়িরচালা গ্রামের একটি তালগাছে এ অগ্নিকান্ড ঘটে। হবিরবাড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোন্তাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার রাতে অনেক বৃষ্টি হয়েছে। বৃষ্টির সময় বজ্রপাতে চৌকিদার শামসুলের আখ ক্ষেতের মাঝখানে একটি তালগাছে বজ্রপাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাল গাছের আগুন দেখতে আশপাশের মানুষ ছুটে আসে। এ ঘটনা দেখতে মানুষের ভিড় জমে যায়। এ সময় বজ্রপাতের গর্জনে স্থানীয় মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আখ ক্ষেতে আগুন লাগতে পারে ভেবে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই আগুন নেভে যায়। তবে, এতে আখ ক্ষেতের কোন ক্ষতি হয়নি। এমন ঘটনা জীবনে প্রথম দেখেছি।

ভালুকা ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রফিকুল ইসলাম বলেন, তালগাছে বজ্রাপাতে আগুনের খবর আসলে একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, এতে কোন ক্ষতি হয়নি।

বিএনএ/ হামিমুর রহমান, ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ