বিএনএ, ঢাকা: গাজীপুরের জয়দেবপুরে তেলবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় লাইনচ্যুত বগি উদ্ধার না হওয়ায় এতে চরম শিডিউল বিপর্যয়ে পড়েছে ট্রেন। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। ঢাকা থেকে ট্রেনের শিডিউল ঠিক সময়ে চলাচল করতে আরও একদিন লাগবে।
রোববার (৫ মে) ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার শাহাদাৎ হোসেন এ তথ্য জানিয়েছেন। তবে শনিবার (৪ মে) এর চেয়ে শিডিউল জটিলতা কম।
স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা রেলওয়ে স্টেশন থেকে পদ্মা সেতু অভিমুখী চলা সুন্দরবন এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস, নকশীকাঁথা ও মধুমতী এক্সপ্রেস সঠিক সময়ে চলছে। চট্টগ্রাম রুটের ননস্টপ সোনার বাংলা ও সুবর্ণ এক্সপ্রেসও যথাসময়ে চলছে। এছাড়া ঢাকা থেকে সব ট্রেনই দেরিতে ছাড়ছে।
স্টেশনে সরেজমিনে দেখা যায়, সন্তান ও স্বজন নিয়ে কেউ বসে আছেন, কেউবা দীর্ঘক্ষণ অপেক্ষার পর ক্লান্ত হয়ে শুয়ে পড়েছেন। স্টেশনের ভেতর অনেক যাত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এর আগে শনিবার ৫৩ ট্রেন ছেড়ে গেলেও মাত্র চারটি ট্রেন সঠিক সময়ে ছেড়ে গেছে।
বিএনএনিউজ/ রেহানা/ বিএম