বিএনএ, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর বগি দুটি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ মে) রাত ৮টা ২০ মিনিটে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও খুলনার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। অপেক্ষারত ট্রেনগুলো ছাড়তে শুরু করেছে।
এর আগে, সন্ধ্যা ৭টার দিকে ঈশ্বরদী থেকে রিলিজ ট্রেন আসার পর প্রায় একঘণ্টার চেষ্টায় রাত ৮টা ৩০ মিনিটে লাইনচ্যুত বগি দুটির উদ্ধার কাজ শেষ হয়। পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রিলিজ ট্রেন উল্লাপাড়া স্টেশনে এসে লাইনচ্যুত বগি দুটি উদ্ধার করার পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।’
বিএনএ/ এমএফ