27 C
আবহাওয়া
৭:৩৬ পূর্বাহ্ণ - এপ্রিল ৬, ২০২৫
Bnanews24.com
Home » কুমিল্লায় বন্ধুকে কুপিয়ে হত্যা, পিতা-পুত্রসহ গ্রেপ্তার ৪

কুমিল্লায় বন্ধুকে কুপিয়ে হত্যা, পিতা-পুত্রসহ গ্রেপ্তার ৪

কুমিল্লায় বন্ধুকে কুপিয়ে হত্যা, পিতা-পুত্রসহ গ্রেপ্তার ৪

বিএনএ, কুমিল্লা: কুমিল্লায় ডেকে নিয়ে বন্ধুকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলায় এজহারভুক্ত ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ।

গ্রেপ্তাররা হলেন, শাহজাহান মিয়ার ছেলে ইয়াছিন মিয়া, কামাল খানের ছেলে তোফাজ্জল হোসেন, মো. জয়নাল আবেদীনের ছেলে মোহাম্মদ আলী ও মৃত আ. ছামাদ মিয়ার ছেলে জয়নাল আবেদীন (ডোম)। তারা সবাই তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের গাজীপুর বাস্তহারা এলাকার বাসিন্দা।

তিতাস থানা পুলিশ জানায়, শুক্রবার বিকালে ইয়াছিন, রুবেল, তোফাজ্জল ও মোহাম্মদ আলী একসঙ্গে মোহাম্মদ আলীর ঘরে ইয়াবা সেবন করতে যান। ইয়াবা আনার জন্য মোহাম্মদ আলী স্থানীয় মাদক ব্যবসায়ী আরিফ কাছ থেকে তিনটি ইয়াবা আনেন। ইয়াবা সেবনের এক পর্যায়ে ইয়াছিন কোমর থেকে হাতুড়ি বের করে রুবেলের মাথায় আঘাত করে, এতে রুবেল খাট থেকে নিচে পড়ে চিৎকার শুরু করলে তার চিৎকার থামাতে তোফাজ্জল রুবেলের পা চেপে ধরে পড়ে আর মোহাম্মদ আলী তার ঘরে থাকা কুড়াল দিয়ে মাথায় একাধিক কোপ দিলে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়।

এরপর রুবেলের মরদেহ গুম করার জন্য ইয়াছিন ও তোফাজ্জল ব্যাগ আনতে গিয়ে আর ফিরেনি। তারা ফিরে না আসায় মোহাম্মদ আলী দু:চিন্তায় পড়ে যায়। পরে মোহাম্মদ আলী স্থানীয় রাশেদ ফরাজি নামের এক ব্যক্তিকে ফোন করে ঘটনাস্থলে নিয়ে আসে। এরপর রাশেদ ফরাজি রুবেলের রক্তাক্ত মরদেহ দেখে অজ্ঞান হয়ে যায়। এক পর্যায়ে রাশেদের জ্ঞান ফিরলে চিৎকার করে বলতে থাকেন মোহাম্মদ আলী খুন করেছে। তখন লোকজন এসে মোহাম্মদ আলীকে আটক করে।

এরপর মোহাম্মদ আলীর বাবা ডোম জয়নাল আবেদীন ঘটনাস্থলে আসলে লোকজন তাকেও আটক করে পুলিশে তুলে দেয়। পরে আটক মোহাম্মদ আলীর স্বীকারোক্তি অনুযায়ী রাত ৩টার দিকে ইয়াছিন ও তোফাজ্জলকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, রুবেল হত্যার ঘটনায় তার বড় ভাই জিয়াউর রহমান বাদি ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩/৪ জনের নামে একটি হত্যা মামলা করেন। মামলার এজাহার নামীয় ৪ জনকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটন করতে চেষ্টা করছি।

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় ইয়াবা সেবনের জন্য রুবেলকে মোহাম্মদ আলী তার ঘরে ডেকে নেন। ঘরে ইয়াছিন ও তোফাজ্জল আগেই থেকে ছিলেন। তারা মাদকসেবনের এক পর্যায়ে রুবেলকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। নিহত রুবেল মিয়া একই এলাকার মো.আলী মিয়ার ছেলে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ