26 C
আবহাওয়া
৯:০৮ অপরাহ্ণ - আগস্ট ৯, ২০২৫
Bnanews24.com
Home » নতুন ভিডিও প্লেয়ার চালু করছে ফেসবুক

নতুন ভিডিও প্লেয়ার চালু করছে ফেসবুক


বিএনএ, টেকডেস্ক : স্মার্টফোনের পর্দাজুড়ে ভিডিও দেখার সুযোগ দিতে নতুন ভিডিও প্লেয়ার চালু করছে ফেসবুক। এর ফলে ফেসবুকে বড় আকারে ভিডিও দেখতে পারবেন ব্যবহারকারীরা। এটি চালু হলে ফেসবুকে থাকা ভিডিও টিকটকের আদলে স্মার্টফোনের পর্দাজুড়ে খাড়াভাবে দেখা যাবে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসকারীরা ভিডিও প্লেয়ারটি ব্যবহার করার সুযোগ পাবেন। পর্যায়ক্রমে অন্য দেশেও এ সুবিধা মিলবে।

মেটার তথ্যমতে, অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের জন্য তৈরি নতুন ভিডিও প্লেয়ারটির মাধ্যমে রিলস, লাইভ ও আকারে বড় ভিডিওগুলো স্মার্টফোনের পর্দাজুড়ে স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবে।

মেটার তথ্য অনুযায়ী, নতুন ভিডিও প্লেয়ারের নিচে একটি স্লাইডার অপশনও যুক্ত করা হবে। ফলে ভিডিওর নির্দিষ্ট অংশ বাদ দিয়ে সহজেই পরবর্তী অংশ দেখা যাবে। ভিডিও থামানোর পাশাপাশি পেছনের দৃশ্য পুনরায় দেখারও সুযোগ দেবে ভিডিও প্লেয়ারটি।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ