21 C
আবহাওয়া
১১:০৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » চবিসাসের ইফতার মাহফিল ও আলোচনা সভা

চবিসাসের ইফতার মাহফিল ও আলোচনা সভা


বিএনএ, চবিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ এপ্রিল) নগরের জিইসি মোড়ে অবস্থিত হোটেল জামান এন্ড রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবিসাসের সভাপতি মাহবুব এ রহমান। সঞ্চালনায় ছিলেন, সাধারণ সম্পাদক ইমাম ইমু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে। এ ছাড়া অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চবিসাসের সাবেক নেতারা, বিভিন্ন গণমাধ্যমের চট্টগ্রাম ব্যুরো প্রধান, শাখা ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতা ও চবিসাসের বর্তমান সদস্যরা।

উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা চবি সাংবাদিক সমিতির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, সাংবাদিকদের উচিৎ সংবাদ যাচাই-বাছাই করে প্রকাশ করা। বিশ্ববিদ্যালয় ও প্রশাসনের ক্ষতি হয় এমন সংবাদ থেকে বিরত থেকে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা দরকার। আপনারা সেই সহযোগিতা করবেন এ আশাবাদ ব্যক্ত করছি। সেইসাথে চবিসাসের শুভকামনা জানাচ্ছি।

বিএনএ/ সুমন বাইজিদ,ওজি

Loading


শিরোনাম বিএনএ