22 C
আবহাওয়া
৩:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » মৃত্যুদণ্ডপ্রাপ্ত কত আসামি কনডেম সেলে জানতে চায় হাইকোর্ট

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কত আসামি কনডেম সেলে জানতে চায় হাইকোর্ট


বিএনএ,ঢাকা : সারাদেশের কারাগারগুলোতে কনডেম সেলে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির সংখ্যা জানতে চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে কনডেম সেলের সুযোগ-সুবিধা সংক্রান্ত প্রতিবেদনও চেয়েছেন আদালত।

মঙ্গলবার(৫ এপ্রিল) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে (কারা কর্তৃপক্ষ) এ বিষয়ে ৬ মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত। চূড়ান্ত রায়ের আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে কনডেম সেলে রাখা কেন অসাংবিধানিক হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট।

মামলার চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে কনডেম সেলে বন্দি রাখার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির রিটের শুনানি নিয়ে বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

বিএনএনিউজ২৪.কম/সাহিদুল/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ