বিএনএ, চট্টগ্রাম: একদিকে লবণের মূল্যে ধস, অন্যদিকে দাদন ব্যবসায়িদের টাকা শোধ করার জন্য লবণ উৎপাদন যুদ্ধ নেমেছে প্রান্তিক চাষীরা। এ অবস্থায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়ায় অসহায় লবণচাষীদের লবণ মাঠের পলিথিন কেটে ফুটো করে দিয়েছে একদল দুর্বৃত্ত। বুধবার ভোররাতে উপজেলার ছনুয়া ইউপির ডিসি রোড় সংলগ্ন এলাকার শামবলি ঘোনা লবণের মাঠে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী লবণচাষী মো. ফরহাদ বাদী হয়ে বাঁশখালী সেনাক্যাম্পে দশজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ‘ভুক্তভোগী ফরহাদের পিতা মো. ইসমাঈল জায়গাটি বর্গা নিয়ে লবণ চাষ করে আসছেন। কিন্তু বিবাদীরা জায়গাটি বর্গা নিয়ে চাষাবাদের প্রস্তাব দিলে জায়গার মালিক তাতে রাজী না হওয়ায় বিবাদীরা জায়গাটি দখলে নিতে হুমকি ধমকি প্রদান করেন। পরে সম্মতি না দিলে লবণ মাঠের পলিথিন কেটে পাঁচ লক্ষ টাকার ক্ষতি সাধন করে এবং তাতে বাঁধা দিলে নগদ টাকা, স্মার্টফোনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। তারা বাদী পক্ষকে জায়গাটি জোরপূর্বক বর্গা নিতে এখনও হুমকি ধমকি প্রদান করছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।’
ভুক্তভোগী ফরহাদ বলেন, ‘আমার বাবা জায়গাটি বর্গা নিয়ে লবণ চাষ করছেন। জায়গাটি তাদের বর্গা না দিয়ে আমরা নেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে লবণ মাঠের পলিথিন কেটে ফেলেন। তাতে আমাদের পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন তাদের ভয়ে আমরা লবণ মাঠে যেতে পারছিনা। এ বিষয়ে আমরা বাঁশখালী সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছি’
এ বিষয়ে অভিযুক্ত আহমদ কবির প্রকাশ সোনা মানিক বলেন, ‘আমাদের বিরুদ্ধে লবণ মাঠের পলিথিন কেটে ফেলার অভিযোগ সত্য নয়। তাদের সাথে আমাদের পূর্ব থেকে বিরোধ ছিল। তারা আমাদের ফাঁসাতে মিথ্যা অভিযোগ দিয়েছে। তাছাড়া এ অভিযোগের প্রেক্ষিতে সেনাবাহিনীর বাঁশখালীর অস্থায়ী ক্যাম্প থেকে আমাদের কে আগামীকাল ডেকেছেন।’
বিএনএনিউজ/ নাবিদ