29 C
আবহাওয়া
৬:৪৬ পূর্বাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৪
Bnanews24.com
Home » ফেসবুক, ইনস্টাগ্রাম বিশ্বব্যাপি ডাউন

ফেসবুক, ইনস্টাগ্রাম বিশ্বব্যাপি ডাউন

ফেসবুকে-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপে নিষিদ্ধ তালেবান

বিএনএ, বিশ্বডেস্ক : বিশ্বজুড়ে মেটার আওতাধীন ফেসবুকের সার্ভার ডাউন হতে দেখা গেছে। লগ ইন হতে পারছেন না ব্যবহারকারীরা। যারা লগ ইন করা ছিল তাদের প্রায় সবাই অটো লগ আউট হওয়ার খবর পাওয়া গেছে। সূত্র:হিন্দুস্তান টাইমস।

মঙ্গলবার ( ৫ মার্চ) রাত সাড়ে  ৯টার আগে এক্স হ্যান্ডলে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা।

ডাউন ডিটেক্টর সাইটেও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফেসবুক ও ইনস্টাগ্রাম  ব্যবহারকারীরা তাদের এফবি একাউন্টে সমস্যা হওয়ার কথা জানান। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত ফেসবুকের পক্ষ থেকে কোন কারণ জানা যায়নি।

ফেসবুক কখন সম্পূর্ণ পরিষেবাগুলি আবার শুরু হবে তার কোন নির্দিষ্ট সময় জানায়নি মেটা। মেটার পক্ষ থেকে ব্যবহারকারীদের অফিসিয়াল আপডেটগুলো অনুসরণ করতে বলা হয়েছে।

ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা সমস্যা স্বীকার করে এবং “সক্রিয়ভাবে তারা সমাধান করার জন্য কাজ করছে” বলে জানিয়েছে।

মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন এক্স সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লিখেন, ” আমাদের পরিষেবাগুলি অ্যাক্সেস করতে মানুষ সমস্যায় পড়ছে। আমরা এখন এটি নিয়ে কাজ করছি।”

এদিকে মেটার মালিক মার্ক জাকারবার্গ ভারত সফরে রয়েছেন এখন। দক্ষিণ কোরিয়া থেকে তিনি সেখানে যান।

বিএনএনিউজ/এইচ.এম,এসজিএন/হাসনা

Loading


শিরোনাম বিএনএ