29 C
আবহাওয়া
১০:২০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে কয়েলের আগুনে পুড়েছে ১৮ বসতঘর

চট্টগ্রামে কয়েলের আগুনে পুড়েছে ১৮ বসতঘর


বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটায় গোয়াল ঘরে জ্বালানো মশার কয়েল থেকেই আগুনে পুড়ে গেছে ১৮টি বসতঘর। পুড়ে গেছে দুটি গরু। সোমবার (৪ মার্চ) রাত ৩টায় ইছানগর গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের মো. ইসলামের গোয়াল ঘরে লাগানো মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে। সেই আগুন নিমিষে ছড়িয়ে পড়ে পাশের মো. তাহের, দিল আহম্মদ, আবুল হোসেন, মো. শুক্কুর, মো. সৈয়দ, আব্দুস সালাম, মো. টিপু, শাহ আলম, বদিউল আলম, আলা উদ্দিন, সাহাব উদ্দিন, মো. ফয়েজ, মো. ছবির, আব্দুল গণি, ওমর আলী, মো. রফিক, সোনা মিয়া ও মো. শুক্কুরের বাড়িতে। এই ১৮টি বাড়িতে প্রায় ৪০-৫০ পরিবারের বসবাস ছিলো। যারা নিতান্তপক্ষে খুব অসহায় ও গরিব ছিলেন।

কর্ণফুলী ফায়ার সার্ভিসের ইনচার্জ বরঞ্জীব বড়ুয়া বলেন, রাত তিনটার দিকে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের খবর আসে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করে। এ সময় তাদের সবার টিনের ও বেড়ার ঘর, নগদ টাকা, আসবাবপত্রসহ প্রায় ২৫-৩০ লাখ টাকার সম্পদ পুড়ে যায়। এ সময় দুটি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। যার আনুমানিক মূল্যও প্রায় আড়াই লাখ টাকা।

কর্ণফুলী মর্ডাণ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর শোয়াইব হোসেন মুন্সি জানান, ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই অনেকটা পুড়ে যায়। যেহেতু সবার বেড়া ও টিনের ঘর ছিল। অগ্নিকাণ্ডে ১৮টি বসতঘর পুড়ে ৪০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিএনএ নিউজ/ রেহানা, ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ