বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাটে হাতির পায়ে পিষ্ট হয়ে সাইফুল ইসলাম (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ মার্চ) দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার মহিশলাটি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম ওই গ্রামের আব্দুল হালিম ওরফে ফালাইন্নার ছেলে।
হালুয়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘটনার দিন রাতে সাইফুল ইসলাম তার পেঁয়াজ ক্ষেতে পানি দিতে যায়। এ সময় একদল ভারতীয় হাতি সীমান্ত পেরিয়ে এসে সবজির ক্ষেত নষ্ট করা শুরু করে। এমতাবস্থায় হাতি তাড়াতে গ্রামের লোকজন জড়ো হয়। লোকজন জড়ো হয়ে হাতি তাড়াতে গেলে উল্টো হাতি তাদের তাড়া করে।
এ সময় হাতির আক্রমণ থেকে সবাই রক্ষা পেলেও সাইফুল ইসলাম নিজেকে রক্ষা করতে পারেনি। তাকে হাতি পায়ে পিষ্ট করে। এতে সাইফুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। পরে হাতি চলে গেলে স্থানীয়রা সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করে।
আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করে। এই ঘটনা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
বিএনএ/ হামিমুর রহমান, ওজি/এইচমুন্নী