25 C
আবহাওয়া
৬:১৫ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » জমিতে মিলল কৃষকের মরদেহ

জমিতে মিলল কৃষকের মরদেহ


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বাস স্টেশনের গরু বাজার সংলগ্ন চাষের জমি থেকে একজন কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ মার্চ) বিকেল ৩ টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানা পুলিশের ওসি গোলাম কবির। তিনি জানান, উদ্ধারকৃত মরদেহ ঈদগাঁও মেহেরঘোনা এলাকার মৃত আব্দুর রহমান এর ছেলে মীর আহমদ (৭৮)।

মৃত মীর আহমদের ছেলে মোহাম্মদ জাকারিয়া জানান, আমার বাবা (মীর আহমদ) দুপুর ১২ টার দিকে গরুর জন্য ঘাস কাটতে যায় জমিতে। বিকেল তিনটার দিকে জানতে পারি আমার বাবা ঘাস কাটতে কাটতে মাটিতে লুটিয়ে পড়েন এবং সেখানে মৃত্যু বরণ করেছেন৷আমার বাবা মৃগী রোগী ছিলেন।

ওসি গোলাম কবির বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। এরপর সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ