বিএনএ, ঢাকা: রাজধানীর গুলশান নিকেতন সোসাইটি এলাকার বাসায় এসি বিস্ফোরণে দগ্ধ গোপাল মল্লিক (২৯) মারা গেছেন। শনিবার (৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত গোপাল গাজীপুরের শ্রীপুর উপজেলার জয়-নারায়ণপুর গ্রামের দ্বিজেন মল্লিকের ছেলে। তিনি এম এস কে এন ইন্টারন্যাশনাল কোম্পানিতে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। গোপাল নিকেতনে ভাড়া বাসায় বসবাস করতেন।
শনিবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সকালে এসি বিস্ফোরণের পর আগুনের ঘটনায় দগ্ধ হন গোপাল মল্লিক। তাকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। গোপাল মল্লিকের শরীরের শতভাগ দগ্ধ ছিল।
তিনি আরও বলেন, ‘একই ঘটনায় মিজানুর রহমান মিজান (২০) নামে আরেকজনক চিকিৎসাধীন আছেন। তিনি দগ্ধ নন ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন।’
বিএনএ/ আজিজুল, ওজি