22 C
আবহাওয়া
১২:১২ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাহারা দিচ্ছে রাশিয়া: রুশ দূত

ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাহারা দিচ্ছে রাশিয়া: রুশ দূত


বিএনএ, বিশ্বডেস্ক : জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভাসিলি নেবেনজিয়া বলেছেন, ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও তৎসংলগ্ন এলাকাগুলো রুশ সেনারা ‘পাহারা’ দিচ্ছে। খবর বিবিসি।

তিনি বলেন, প্লান্টটি স্বাভাবিকভাবে কাজ করছে এবং বিকিরণের মাত্রাও স্বাভাবিক আছে।

এর আগে, রাশিয়া ইউক্রেনে ক্লাস্টার বোমা ব্যবহার করছে বলে মন্তব্য করেন ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ। শুক্রবার ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা ক্লাস্টার বোমার ব্যবহার দেখেছি এবং আমরা অন্যান্য ধরনের অস্ত্র ব্যবহারের কথাও জেনেছি, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৩ মার্চ) দিবাগত রাতে দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দখল নিতে রাতভর গোলা নিক্ষেপ করে রুশ সেনারা। সকালে ওই পরমাণু কেন্দ্রের দখল নেয় তারা। তবে পরমাণু কেন্দ্রে ভারী অস্ত্র ব্যবহার করায় বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। সাবেক সোভিয়েত আমলে চেরনোবিল পরমাণু কেন্দ্রে অগ্নিকাণ্ডের নজির টেনে তারা বলছেন, এবারও রুশদের বিবেচনাহীন কাজের কারণে একই ধরনের বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ