22 C
আবহাওয়া
৮:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » বান্দরবানে হাতির আক্রমণে দিনমজুর নিহত

বান্দরবানে হাতির আক্রমণে দিনমজুর নিহত


বিএনএ, বান্দরবান : বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নে হাতির আক্রমণে আনিসুর রহমান (৩০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৪ মার্চ) বিকেলে ইউনিয়নের দুর্গম চুমপুং মুরুং হেডম্যান পাড়ায় ওমর ফারুক বাবুলের খামারে এ ঘটনা ঘটে।

নিহত দিনমজুর আনিসুর রহমান রংপুর জেলার পীরগাছা এলাকার মৃত মো. আলী মুন্সির ছেলে।

খামারের মালিক ওমর ফারুক বাবুল বলেন, আমার রূপসীপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে চুমপুং মুরুং হেডম্যান পাড়ায় কৃষি খামার রয়েছে। আনিসুর রহমান আমার খামারে মাসিক চুক্তিতে কাজ করতো। শুক্রবার বিকেলে ক্ষেতে তামাক পাতা আনতে গেলে মালেক কোম্পানি ও চুমপুং হেডম্যান পাড়ার মাংপা মুরুংয়ের গাছ টানতে আনা পালিত হাতি আক্রমণ চালিয়ে আনিসুর রহমানকে মেরে ফেলে। তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে আশপাশের লোকজন আমার বাড়ির উঠানে রেখেছে। পালিত হাতির পালটি এখনো আমার খামার বাড়ির চারপাশে ঘিরে রেখেছে। ঘরে আমার বৃদ্ধ মা, স্ত্রী ও সন্তানরা রয়েছে।

রূপসীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা বলেন, নিহতের বাড়ি রংপুরে খবর দেওয়া হয়েছে। এছাড়া লামা থানা ও বন বিভাগকে বিষয়টি জানানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ