18 C
আবহাওয়া
২:৫০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » দেশে করোনায় আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ৬৩৫

দেশে করোনায় আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ৬৩৫

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২৬ লাখ ১১ হাজার ছাড়াল

বিএনএ, ঢাকা : প্রাণঘাতি করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৪৪১ জন।

শুক্রবার (৫ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যাদের মধ্যে নতুন করে ৬৩৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ৪৯ হাজার ১৮৪ জন। আর গত একদিনে ৬৭৬ জন রোগী সেরে উঠেছেন। এনিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ এক হাজার ১৪৪ জন।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ