27 C
আবহাওয়া
৯:০৭ অপরাহ্ণ - আগস্ট ৫, ২০২৫
Bnanews24.com
Home » গাঁটছড়া বাঁধার অপেক্ষায় তামান্না—বিজয়

গাঁটছড়া বাঁধার অপেক্ষায় তামান্না—বিজয়

তামান্না

বিনোদন ডেস্ক: গত বছর অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেন বলিউড সুন্দরী অভিনেত্রী তামান্না ভাটিয়া। এরপর বিজয়ও জানান তামান্নাকে পাগলের মতো ভালোবাসেন তিনি। পরে এই অভিনেতা জানিয়েছিলেন তামান্নাকে বিয়ে করতে চাপ দিচ্ছে বিজয়ের পরিবার। এবার জানালেন তামান্নাকে কবে বিয়ে করছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিজয় বলেন, ‘আমি মাড়োয়ারি পরিবারের ছেলে। আমাদের পরিবারে ১৬ থেকে ১৭ বছর বয়স হলেই ছেলেদের বিয়ে হয়ে যায়। অনেক দিন আগে থেকে আমার বিয়ে নিয়ে বাড়ির সবাই উদ্‌গ্রীব হয়ে আছে। এখন এটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। কারণ, আমি বিয়ের বয়স পার করে ফেলেছি।’

এর আগে তামান্নাকে নিয়ে বিজয় বলেছিলেন, ‘আশা করছি এটা এখন বেশ স্পষ্ট যে আমরা সত্যিই প্রেম করছি। আমি ভীষণ খুশি ওর সঙ্গে। প্রচণ্ড ভালোবাসি ওকে। আমি আমার ভিলেন যুগ শেষ করে এখন রোম্যান্সের যুগে ঢুকে পড়েছি।’

গেল বছর বিমানবন্দরে একসঙ্গে দেখা গিয়েছিল তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মাকে। শুধু তাই নয়, সে বছরের শুরুতেই গোঁয়ায় বিজয়ের ঠোঁটে ঠোঁট রেখেছিলেন তামান্না। আর সেই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই বলিউডে ছড়িয়ে যায় বিজয় ও তামান্নার প্রেমকাব্য। এবার গাঁটছড়া বাঁধার অপেক্ষা দুজনের।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ