বিএনএ, ঢাকা: রাজধানীর লালবাগ আজিমপুরে জ্যোতি ঘোষ (২৩) নামে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির আইন বিভাগের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে বিকেল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বোন মিতা ঘোষ জানান, তারা চারজন আজিমপুরের আব্দুল আজিজ লেনের ৪১ নম্বর বাসায় মেস করে থাকেন। বিকেল ৩টার দিকে জানালা দিয়ে জ্যোতিকে গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আর বেশিকিছু জানাতে পারেননি তিনি।
কি কারণে সে এই ঘটনাটি ঘটালো তা বুঝতে পারছি না। জ্যোতি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির আইন বিভাগে দ্বিতীয় বর্ষে পড়তেন বলে জানান তিনি।
মিতা আরও জানান, তাদের গ্রামের বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার শুক্ত গ্রামে। তাদের বাবার নাম তুষার কান্তি ঘোষ।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
বিএনএ/আজিজুল, এমএফ