25 C
আবহাওয়া
৩:৩৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » বাড়ি ফিরছেন মাহাথির

বাড়ি ফিরছেন মাহাথির

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে মাহাথির

বিএনএ,বিশ্বডেস্ক : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতাল থেকে বাড়ি ফেরার অনুমতি দিয়েছেন তার চিকিৎসকেরা। রয়টার্সের প্রতিবেদনে এ কথা জানানো হয়।

বুধবার (২ ফেব্রুয়ারি) হাসপাতাল থেকে বাড়ি ফেরার অনুমতি পেলেও ফিজিওথেরাপি এবং আরও চিকিৎসার জন্য তাকে আবারও হাসপাতালে যেতে হয়েছে।

এক ভিডিও বার্তায় মাহাথির জানান, সারাদিন বাড়িতে কাটানোর পর সন্ধ্যায় তিনি হাসপাতালে গেছেন। তাকে এখনো নির্দিষ্ট কিছু নিয়মের মধ্যে থাকতে হয়েছে। আমি সেরে উঠেছি, তবে পুরোপুরি সুস্থ নই।

গত ২২ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত ৯৬ বছর বয়সী মাহাথির মোহাম্মদকে মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের কার্ডিয়াক কেয়ার ইউনিটে ভর্তি করা হয়।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ